থেমে নেই রাক্ষুসী কুশিয়ারা নদীর ভাঙ্গন : হিংস্র থাবায় ক্ষতিগ্রস্ত ৯টি উপজেলা

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা সহ ৩টি জেলার কয়েকটি উপজেলা জুড়ে কুশিয়ারা নদীর ভাঙ্গনে বসতবাড়ি, বনজসম্পদ, চাষাবাদ ভূমি, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ইত্যাদি বিলীন হয়ে গেছে। তারপরও কুশিয়ারা নদীর ধ্বংস লীলা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গৃহীত হয়নি। নদী ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে অনেকেই মানবেতর জীবন যাপন করছেন। নদী সভ্যতার প্রতীক হলেও কুশিয়ারা নদী তীরবর্তী এলাকাবাসীর জন্য ধ্বংস ও ভয়ানক অভিশাপের প্রতীকরূপে বিরাজ করছে। কুশিয়ারা নদীর তীরবর্তী এলাকাগুলোতে শুষ্ক মৌসুমে কুশিয়ারা নদীর হ্রাস, ঘরবাড়ি, বনজ সম্পদ, চাষাবাদযোগ্য ভূমি ও বসতবাড়ি ভাঙ্গন সমস্যা, বন্যার তান্ডবলীলায় ফসলহানি, নদীতে নৌযান চলাচল বিপর্যস্ত, মৎস্য সম্পদের অভাব, … Continue reading থেমে নেই রাক্ষুসী কুশিয়ারা নদীর ভাঙ্গন : হিংস্র থাবায় ক্ষতিগ্রস্ত ৯টি উপজেলা